Stock Market for Beginners

স্টক মার্কেটের প্রাথমিক গাইড (Stock Market Guide For Beginners in Bengali)

by Sumanta Sharma on Basic Finance, Bengali, Investing Basics
  • 40
    Shares

উন্নত ও উন্নয়নশীল দেশের ক্রমবর্ধমান অর্থনৈতিক শ্রীবৃদ্ধি, বিশ্ব অর্থনীতির সাথে তাল মেলাতে ও স্থিতিস্থাপকতা বজায় রাখার ক্ষেত্রে স্টক মার্কেট অন্যতম ভূমিকা সর্বদা পালন করে থাকে | কিন্তু অজ্ঞতা এবং  অনভিজ্ঞতাকে  এই বাজারে কাজের ক্ষেত্রে ” স্বল্পবিদ্যা ভিয়ঙ্করি ” রূপে প্রতীয়মান হতে দেখা যায় | যদিও  অর্থনৈতিক অগ্রগতির সাথে তাল মেলাতে গিয়ে সাধারণ বিনিয়োগকারী গণ পূর্বের তুলনায় এই বাজার সম্পর্কে কিছুটা ধারণা পোষণ করেন তবুও সেই  ধারণা কাজের ক্ষেত্রে মোটেও যথেষ্ট নয় | বহু সমীক্ষার তথ্যের বিশ্লেষণ করে দেখা গেছে শেয়ার / স্টক মার্কেটে বিনিয়োগকারী গণের মধ্যে বেশির ভাগ ব্যক্তিই বিনিয়োগ ও ট্রেডিং সংক্রান্ত কাজে লিপ্ত হয়েছেন শুধুমাত্র মুনাফা আয় করার আশায়, বাজার সম্পর্কিত প্রকৃত ধারণা ছাড়াই | সমীক্ষায় এটিও দেখা গেছে অজ্ঞ বিনিয়োকারীগণের 85-90 শতাংশের বেশি  মানুষই জানেন না কিভাবে শেয়ার বাজার ও শেয়ার সংক্রান্ত তথ্য পাওয়া সম্ভব ও তা আহরণের মাধ্যমে নিজের বিনিয়োগের সুরক্ষা ও শ্রীবৃদ্ধির রাস্তা প্রসারিত হতে পারে | আর যেসকল বিনিয়োগকারী – ট্রেডারগণ উক্ত বিষয় সম্পর্কে ধারণা রাখেন সেটিও বাজারের কাজের ক্ষেত্রে যথোপযুক্ত নয় |

একজন মা যেরকম তার সন্তানকে জন্মদানের পর অতি যত্ন ও স্নেহ সহকারে লালন পালন করেন , সন্তান সম্পর্কিত কোনো প্রকার সিদ্ধান্ত গ্রহণের সময় তুল্যমূল্য বিচারের পর উপযুক্ত সিদ্ধান্ত উপনীত হন ,তেমনি একজন বিনিয়োগকারী এবং ট্রেডারের উচিত তার বিনিয়োগকে সন্তান স্নেহে যত্ননেওয়া ও তৎসংক্রান্ত প্রয়োজনীয় তথ্যের বিচারের পর বিনিয়োগ সম্পর্কিত সিদ্ধান্ত  গ্রহণ করা |

না না আমি আপনাকে কোনো ভাবেই ট্রেডিং ও বিনিয়োগ সংক্রান্ত ব্যাপারে ভয় পায়িয়ে দিতে চাইছিনা | আমি চাই আপনার অর্থের ও বিনিয়োগ রাশির সুস্থ ও স্বাভাবিক শ্রীবৃদ্ধি | এই বিনিয়োগ ও ট্রেডিং সম্পর্কিত কাজ করার জন্য একজন মানুষের যে সকল জিনিস প্রয়োজন সেই ব্যাপারে সকল বিবরণ সহ এই ব্লগ আপনাদের সাহায্য করবে বলে আশা পোষণ করি |

আমরা বিভিন্ন ব্রোকিং কোম্পানির সাথে বিনিয়োগকারী ও ট্রেডার হিসাবে যুক্ত বহু মানুষের উপর সমীক্ষা চালিয়ে দেখতে পেরেছি এই সাধারণ বিনিয়োগকারীগণের একটি বৃহৎ অংশই সর্বদা ব্রোকিং কোম্পানি নিয়োজিত ব্যক্তি দ্বারা নিয়ন্ত্রিত ও যার ফলে একজন প্রকৃত বিনিয়োগকারী সুলভ মনোভাব গড়ে ওঠেনি এবং উক্ত ব্যক্তিবর্গ তার বিনিয়োগকে যথেষ্ট গুরুত্ব দেন না | তারা শেয়ার সংক্রান্ত সকল তথ্য আহরণের মাধ্যম হিসাবে ব্রোকিং কোম্পানি নিয়োজিত ব্যক্তি ও বিভিন্ন টি.ভি চ্যানেলের উপর নির্ভরশীল যার থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে বিশ্লেষণ করে উপযুক্ত সিদ্ধান্ত নেওয়ার পর্যাপ্ত জ্ঞান তাদের কাছে নাই |  যার ফলে শেয়ার / স্টক সংক্রান্ত যথেষ্ট তথ্য তার কাছে উপলব্ধ নয় বৃহৎ ভাবে বলতে গেলে কোন জায়গা থেকে কিভাবে তথ্য সংগ্রহ করতে হবে ও ওই তথ্য তার কি কাজে লাগবে তৎসংক্রান্ত ব্যাপারে তারা যথেষ্টই সন্ধিহান এবং উদাসহীন |

আমি চেষ্টা করবো শেয়ার – স্টক সম্পর্কিত প্রয়োজনীয় দৈনন্দিনের , সাপ্তাহিক , মান্থলি , ত্রৈমাসিক বার্ষিক  তথ্য কিভাবে আহরণ করা সম্ভব ও তার প্রয়োজনীয়তা সম্বন্ধে আলোকপাত করতে , আশা করবো আলোচ্য তথ্য , দলিল দস্তাবেজ আপনাদের ভবিষ্যতের ট্রেডিং ও বিনিয়োগ সংক্রান্ত কাজের ক্ষেত্রে সাহায্য করবে |

 আমি একটা কথা আপনার থেকে জানতে চাই –  এতো কিছু বিষয় নিয়ে এতো কথা শুনে আপনি কি বিরক্ত ? আসলে যেহেতু আলোচ্য ফিনান্স, অর্থনীতি প্রভৃতি  অত্যন্ত সুক্ষ ও সংবেদনশীল বিষয় তাই প্রত্যেকটা সাধারণ জিনিস সম্পর্কে  জেনে নেওয়া একান্তই দরকার | যেরকম বিন্দু বিন্দু জল থেকে সিন্ধুর সৃষ্টি হয় , আমার মনে হয় আজকে আপনি যেই জ্ঞান লাভ করবেন তা আপনার ভবিষ্যতের ট্রেডিং , বিনিয়োগ প্রভৃতি ক্ষেত্রে বিশ্লেষণের ক্ষেত্রে আপনাকে অন্যদের থেকে অনেকাংশেই এগিয়ে রাখবে | আপনাকে শেয়ার  / স্টক সংক্রান্ত তথ্য পাওয়ার জন্যও কোনো ব্যক্তির ওপর ভরসা করতে হবে না |

এছাড়াও পড়ুনস্মার্টলি শেয়ারে বিনিয়োগের কৌশল ও পন্থা :

আমরা জানি আধুনিক তথ্য প্রযুক্তির যুগে  ইলেক্ট্রনিক মাধ্যম কম্পিউটার ও ইন্টারনেট ব্যবহারের দ্বারা দ্রুত ও  স্বল্পসময় ব্যয়করার মাধ্যমে আমরা কোনো কাজ সহজেই সম্পাদন করতে পারি তাই এই ট্রেডিং , বিনিয়োগ সংক্রান্ত সকল কাজ খুব দ্রুত সম্পাদনের জন্য কম্পিউটার ও ইন্টারনেট আজ অপরিহার্য্য | ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ (NSE) র সাথে সাথে অন্যান্য এক্সচেঞ্জ গুলিও আজ নিজেদের যুগোপযোগী করে গড়ে তুলেছে তথ্য প্রযুক্তি ব্যবস্থার সাহায্যে |

আজ বিশ্ব অর্থনীতির সাথে তাল মেলাতে ও দ্রুত অর্থনৈতিক অগ্রগতির প্রসার ও বিস্তারের প্রয়োজনে  আমাদের দেশের মতো উন্নয়নশীল দেশ গুলিরও তা  মূল লক্ষ্য |  একজন সাধারণ ক্ষুদ্র  বিনিয়োগকারী  হোক কিংবা পেশাদার বিনিয়োগকারী , চাকুরীজীবি , ক্ষুদ্র ও বৃহৎ ব্যবসায়ী সকলেই নিজের প্রধান আয়ের উৎস ব্যতীত ওপর একটি আয়ের উৎসের সন্ধান করে থাকেন | শেয়ার বাজার হলো এমন একটি স্থান যেখানে শুধুমাত্র সঠিক সিদ্ধান্ত গ্রহণের মাধ্যমেই একজন খুব দ্রুত তার বিনিয়োগের বৃদ্ধির আশা করতে পারেন | যেহেতু এই সকল বিষয় খুবই সংবেদনশীল ও বিশ্ব অর্থিনীতির উপর অনেকাংশেই নির্ভর তাই স্টক ও শেয়ার মার্কেটে বিনিয়োগের ক্ষেতের কিছু জ্ঞান অর্জন করা একান্তই জরুরি | আমরা হয়তো সকলেই “FUNDAMENTAL ANALYSIS ” ও ” TECHNICAL ANALYSIS”  এই দুই শব্দের সম্পর্কে আগেও শুনেছি , এই দুই বিষয় হলো স্টক – শেয়ার মার্কেটের বিনিয়োগের এমন একপ্রকার অংশ যার মাধ্যমে একটি কোম্পানির অর্থিক অবস্থা ও ভবিষ্যৎ / আগামী দিনের দামের ব্যাপারে আগাম / পূর্বাভাস পাওয়া যায় |

খুব সাধারণ ভাষায় বলতে গেলে একজন সাধারণ বিনিয়োগকারী উপরে উল্লিখিত দুই পন্থা যথা : – “FUNDAMENTAL ANALYSIS ” ও ” TECHNICAL ANALYSIS” এর মাধ্যমে কোনো শেয়ার ও স্টক সংক্রান্ত বিচার , বিশ্লেষণের সুগোল পেয়ে থাকেন | যেহেতু এই বিষয় গুলি  অত্যন্ত গভীর বিশ্লেষণের প্রয়োজন হয় তাই অনেকেই এইসব দিকের থেকে দূরে থাকতে পছন্দ করেন | আপনার কি মনে হয় সেই ব্যক্তিও কি নিজের বিনিয়োগের প্রকৃত পরিচালক ? —– না ঠিক বুঝতে পেরেছেন যে সকল ব্যক্তি বিশ্লেষণ ব্যাতিত বা  প্রকৃত পেশাদার ব্যক্তির পরামর্শ ব্যাতিত দ্রুতই ট্রেডিং / বিনিয়োগ ও দ্রুত আর্থিক শ্রবৃদ্ধির আশা করেন তারা প্রকৃত পক্ষেই সত্যের মুখে দাঁড়াতে ভয় পান |

কোনো কোম্পানির দলিল দস্তাবেজ , অর্থিক হিসাব নিকাশ , নিরীক্ষণ , পূর্ববর্তী , বর্তমানের অবস্থার নিরিখে আগামী দিনের গণনা , সরকারি রীতি নীতি , কর প্রদানের আগের  লভ্যাংশ ,  কর প্রদানের পর লভ্যাংশ এই সব বিস্তর বিশ্লেষণের জন্য “FUNDAMENTAL ANALYSIS ” গুরুত্বপূর্ণ | কিন্তু এই বিষয় পেশাদার ব্যক্তি ব্যাতিত করা প্রায় কঠিন তাই সাধারণ  বিনিয়োগকারীদের মধ্যে এই বিশ্লেষণ পন্থা  “TECHNICAL ANALYSIS” এর তুলনায় অনেকাংশেই কম গুরুত্ব পেয়ে এসেছে |

FUNDAMENTAL ANALYSIS – সংক্রান্ত কিছু দলিল দস্তাবেজের চৈত্রিক উদাহরণ :

Capture3

Capture1

উৎস: www.moneycontrol.com

Capture2

উৎস: www.moneycontrol.com

“TECHNICAL ANALYSIS” হলো শেয়ার / স্টকের চৈত্রিক ( চার্ট ) বিশ্লেষণ | বিনিয়োগকারীদের ক্রয় ও  বিক্রয়ের  ভাবপ্রবণতা অর্থাৎ মনোভাব ও ক্রয় বিক্রয়ের  উপর নির্ভর করে স্টকের / শেয়ারের  চৈত্রিক রেখাচিত্র নির্মাণ করা হয়ে থাকে | যেহেতু একটি স্টকের দামের সচিত্র রৈখিক ও অন্যান্য প্রকার বর্ণনা উপস্থাপন হয়ে থাকে তাই তৎসংক্রান্ত কিছু জ্ঞান আহরণ ও তার প্রয়োগের মাধ্যমে আপনি নিজেই নিজের বিনিয়োগ ও ট্রেডিং সংক্রান্ত সদ্ধান্ত নিতে পারবেন , ধীরে ধীরে ধারাবাহিক অভ্যাস আপনাকে আপনার বিনিয়োগ সংক্রান্ত কাজে ও তার প্রতি যত্নবান হওয়ার দিকে পারদর্শী  করে তুলবে |

TECHNICAL ANALYSIS – চার্টের কিছু চৈত্রিক উদাহরণ :

candelsticks CANDELSTICKS line chartbar chart

আজকের এই ব্লগ এ আমি আপনাদের বলার চেষ্টা করবো কোন কোন ওয়েবসাইট ব্যবহারের মাধ্যমে বিনামূল্যে আপনি প্রাথমিক ট্রেডিং ও বিনিয়োগ সম্পর্কিত তথ্য আহরণ করতে পারবেন এবং যা আপনার  শেয়ার  – স্টক  প্রভৃতির ট্রেডিং ও বিনিয়োগের ব্যাপারে প্রভূত সাহায্য করবে | অনেকেই শেয়ার বাজার সংক্রান্ত তথ্য আহরণ করার ব্যাপারে উদগ্রীব , অনেকে আবার কিছুটা জ্ঞান সঞ্চয় করেছেন তবুও বুঝতে পারছেন না কোথা থেকে মার্কেটের সাথে সম্পর্কযুক্ত তথ্য পাবেন ও কিভাবে নিজের ট্রেডিং – বিনিয়োগে তা কাজ আসবে | নিম্নলিখিত লিঙ্ক গুলি ব্যবহার করে আপনি ট্রেডিং ও বিনিয়োগের উপযুক্ত প্রয়োজনীয় বহু তথ্য  খুব  সহজেই খুঁজে পেতে পারেন| ক্ষুদ্র ক্ষুদ্র এই সকল তথ্যের মাধ্যমে তার অন্তর্নিহিত মূল বক্তব্যের নিগূঢ় মানে সরল গঠনশৈলীর সাহায্যে উদ্ধার করে আপনি নিজের বিনিয়োগ ও পোর্টফোলিও কে আর্থিক শ্রীবৃদ্ধির অংশীদার করতে পারবেন বলে আশা করি |

আধুনিক  টেকনিকাল তথ্য  বিশ্লেষক মোবাইল  আপ্লিকেশন : Stock Edge (android & ios)  www.stockedge.com

ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ (NSE) র আধিকারিক ওয়েবসাইট : www.nseindia.com

বম্বে স্টক এক্সচেঞ্জ (BSE) র আধিকারিক ওয়েবসাইট : www.bseindia.com

CNBC  মানি কন্ট্রোল : www.moneycontrol.com

ফ্রি টেকনিকাল চার্ট বিশ্লেষক ওয়েবপোর্টাল : www.chartink.com

আন্তর্জাতিক মার্কেটের সাথে দেশীয় মার্কেটের পরিপ্রেক্ষিতে নির্মিত বিশ্লেষক ওয়েবসাইট : www.netdania.com

ওপর দুই তথ্য টেকনিকাল বিশ্লেষণাত্বক ওয়েব পোর্টাল : www.traderscockpit.com এবং www.tradingview.com

গুগল ফিনান্স : www.google.com/finance

উপরে উল্লিখিত লিঙ্ক গুলির থেকে আপনি  শেয়ার – স্টক সম্পর্কিত যে কোনো  দৈনিক থেকে শুরু করে বার্ষিক সমস্ত প্রকারের সকল প্রয়োজনীয় তথ্য সুন্দর গঠন শৈলীর মাধ্যমে পেয়ে যাবেন | প্রয়োজনীয় সকল তথ্য একসাথে উল্লিখিত সকল ওয়েবসাইটেই পেয়ে যাবেন |

bengali-share-m_172_3544e96f46926d722238a3ac82959e1f1888c852

স্টক এজ (Stock Edge):

টেকনোলোজিক্যাল উন্নতি ও অগ্রগতির  যুগে স্মার্ট ফোন আজ অপরিহার্য্য উপাদান | বিজ্ঞানের উন্নতির কারণে আমরা ইন্টারনেটের সাথে পরিচিতি পেয়েছি , যা দৈনন্দিন জীবনে আজ অপরিহার্য্য | ডেস্কটপ থেকে ল্যাপটপ ও এখন স্মার্ট ফোনের মাধ্যমেই সমগ্র বিশ্ব হাতের নাগালে | মোবাইল অ্যাপ এখন সারা বিশ্বে সারা ফেলেছে | ভারতীয় ফিনান্স মার্কেটের বিশ্লেষণাত্বক অ্যাপ হিসাবে বহু উপাদান উপলব্ধ হলেও স্টক এজ (Stock Edge) নিজের আলাদা জায়গা করে নিয়েছে ফিন্যান্স বাজারের,বিশেষত স্টক মার্কেটের সাথে সংযুক্ত পেশাদার  ব্যক্তিদের মনের মধ্যে | সেই বিখ্যাত বাংলা গানের লাইন অনুসারে ” পৃথিবীটা নাকি ছোট হতে হতে স্যাটেলাইটে আর কেবিলের হাতে ড্রয়িং রুমে রাখা বোকা বাক্সতে বন্দি” , আজ প্রায় সত্য | সত্যিই  শুধুমাত্র ডেস্কটপ  নয় তার থেকে বহু যোজন এগিয়ে কোনো প্রকার কেবিল ব্যতীতই সকল তথ্য আদান প্রদান WIFI ও মোবাইল ইন্টারনেট পরিষেবার উপর নির্ভরশীল | দৈনন্দিন জীবন সরলকৃত করতে এবং তৎসংক্রান্ত ক্রিয়াকলাপ আজ অনেকটাই কম্পিউটার ও ইন্টারনেট নির্ভর হয়ে পড়েছে | এই রকম চিন্তাভাবনার উপর নির্ভর করেই একদল পেশাদার ফিন্যান্স বিশেষজ্ঞ ও প্রযুক্তিবিদ তৈরী করেফেলেছেন সারা জাগানো এক মোবাইল অ্যাপ Stock Edge (www.stockedge.com ) | আন্তর্জাতিক গুণমান সম্পন্ন Stock Edge অ্যাপটি (Android এবং ios ) মঞ্চে সারা ফেলেছে | পুঙ্খানুপুঙ্খ সরাসরি ভারতীয় স্টক মার্কেটের তথ্য সম্প্রচার ও যাবতীয় তথ্যের বিশ্লেষণ এই  অ্যাপটির বৈশিষ্ট এই অ্যাপটিকে অন্যদের থেকে আলাদা করেছে | স্মার্ট মোবাইল ফোন নির্ভর এই অ্যাপ এর মাধ্যমে ইনডেক্স , স্টক , ফিউচার্স , অপশন প্রভৃতি বিষয়ের বিস্তারিত বিশ্লেষণের সুবিধার সাথে সাথে এই অ্যাপ একজন সাধারণ বিনিয়োগকারী থেকে পেশাদার ফিনান্সিয়াল বিশ্লেষককে FII (ফরেন ইন্সটিউশনাল ইনভেস্টর ) অর্থাৎ বিদেশী প্রতিষ্ঠানিক বিনিয়োগকারী ও DII (ডোমেস্টিক ইন্সটিউশনাল ইনভেস্টর) দেশীয় প্রতিষ্ঠানিক বিনিয়োগকারীদের মার্কেটে প্রভাব ও প্রবাহ সরলীকরণের সাথে উপস্থাপিত করে | এছাড়াও বিভিন্ন স্ক্যানার ও সেক্টর বিশেষ বিভক্তীকরণ ,তার কর্মক্ষমতার উপর নির্ভর করে রিটার্ন গণনা , ব্যবহারকারীর প্রজনের উপর নির্ভর করে ওয়াচ লিস্ট নির্মাণ , কর্পোরেট অ্যাকশন সংক্রান্ত সকল তথ্যকে হাতের মুঠোয় নিয়ে এসেছে |

stock edge 1

stock edge 2

stock edge 3

স্টক এজ  ব্যবহার সম্পর্কে আরো জানতে নীচের ভিডিওটি দেখুন:

ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ (NSE) :

এই  ওয়েবসাইট ব্যবহারের মাধ্যমে একজন বিনিয়োগকারী , ট্রেডার বা গবেষণার কাজে যুক্ত প্রয়োজনীয়  ব্যবহারযোগ্য NSE র ট্রেডিং সংক্রান্ত সকল তথ্য পাওয়া সম্ভব | ভারতীয় স্টক মার্কেটের অন্যতম প্রধান এক্সচেঞ্জ ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ (NSE) র সূচক NIFTY আজ ভারতীয় ক্যাপিটাল মার্কেটের প্রধান সূচক হিসাবে গণ্য | যার কর্মক্ষমতা ও ক্রয় বিক্রয়ের প্রবণতার উপর নির্মিত চত্রিক বিবরণ আমাদের খুব সহজেই কোনো নির্দিষ্ট দিনের ট্রেডিং প্রবণতা গণনার ক্ষেত্রে সাহায্য করে থাকে | সহজে কোনো ইনডেক্স ও স্টকের সেন্টিমেন্ট গনণার জন্য  পূর্ববর্তী দিনের থেকে কোনো দিন যদি ইনডেক্স ও স্টক প্রাইসে উন্নতি লক্ষ্য করা যায় তাহলে  তা সবুজ ও যদি পতন দেখা যায় তাহলে লাল রঙের দ্বারা সয়ংসক্রিয় পদ্ধতির মাধ্যমে চিহ্নিতকরণ করা হয়ে থাকে | ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ (NSE) র ওয়েবসাইট : www.nseindia.com থেকে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জে নথিভুক্ত স্টক গুলির বিভিন্ন বিভাগ (সেক্টর) ভিত্তিক তথ্য একলহমায় পাওয়া সম্ভব | এর থেকে খুব সহজেই বাজার চলতি সমগোত্রীয় স্টক এর তুলনায় কোনো বিশেষ স্টক কে খুব সহজেই চিহ্নিতকরণ ও পৃথকীকরণ করা সম্ভব | কোন নির্দিষ্ট দিনের সর্বোচ্চ প্রথম পাঁচ বৃদ্ধি কারক স্টক ও দুর্বলতার কবলস্থ শীর্ষস্থানীয় প্রথম পাঁচ দুর্বল স্টক এক পলকেই পাওয়া সম্ভব | এছাড়াও ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ (NSE) নির্মিত বহু বিনিয়োপযোগী উপাদান সমূহ ও বহু ইনডেক্সের বিবরণী, তার কার্য্যক্ষমতা ও বৈদেশিক মুদ্রার তাৎক্ষণিক বিনিময় মূল্য সর্বদা আপডেট পাওয়া সম্ভব | এছাড়াও এই ওয়েবসাইট আমাদের মার্কেট সম্পর্কিত অনেক তথ্য যথা কোনো দিনের গেইনার্স ও লুসার স্টকের সংখ্যা পাওয়া যায় | সাধারণ বিনিয়োগকারীদের মধ্যে শিক্ষা প্রদানের ব্রতী হয়ে এই এক্সচেঞ্জের অংশ “NSE Education”র কর্মবিস্তার ও গুরুত্ব বহন করে থাকে | কর্পোরেট ঘোষণা, কোম্পানির রেজাল্ট প্রভৃতির বিষয়েও আপডেটেড তথ্য ভরপুর মাত্রায় মজুত থাকে এই ওয়েবসাইটে :

Capture6

 

Capture4

Capture5

বোম্বে স্টক এক্সচেঞ্জ (BSE) :

র ওয়েবপোর্টাল ব্যববহারের মাধমেও আমরা ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ (NSE) র সমসাময়িক তথ্য আহরণ করতে পারি কিন্তু এইখানে অর্থাৎ www.bseindia.com  ওয়েবসাইট বোম্বে স্টক এক্সচেঞ্জের প্রতিনিধি হিসাবে কাজ করে তাই এই খানে বোম্বে স্টক এক্সচেঞ্জের (BSE) র সূচক সেনসেক্স ও তার উপর নির্ভরশীল ইনডেক্স ও বিনিয়োগ উপাদান সমূহের তথ্য পাওয়া সম্ভব |NSE  র ন্যায় বিভিন্ন কোম্পানির কর্পোরেট ঘোষণা যথা কোম্পানির রেজাল্ট প্রভৃতির বিষয়েও আপডেটেড তথ্য ভরপুর মাত্রায় মজুত থাকে এই ওয়েবসাইটে |

Capture6

উপরের দুটি সাইটের ব্যবহার সম্পর্কে আরও জানতে আপনি নীচের ভিডিওটি দেখতে পারেন:

 Moneycontrol .com : ভারতীয় আর্থিক বাজারে মানি কন্ট্রোল ডট কম ( www.moneycontrol.com ) একটি অন্যতম জনপ্রিয় ফিনান্স ও অর্থবাজার সম্পর্কিত ওয়েব পোর্টাল | যেখানে ভারোতীয় শেয়ার বাজার সম্পর্কিত সকল তথ্য ব্যবহারকারীদের প্রয়োজনের কথা মাথায় রেখে সহজ গঠনশৈলীতে সাজানো হয়েছে | ছাড়াই live টেলিভশন টেলিকাস্ট ও নিজস্ব মার্কেট ওয়াচ অনুচ্ছেদঃ এই পোর্টালের জনপ্রিয়তার পেছনে অন্যতম মাত্রা সংযুক্ত্র করেছে | একজন ব্যক্তির  প্রয়োজনমত কোনো নির্ধিষ্ট স্টকের চার্ট বিশ্লেষণের সুবিধা এই ওয়েবসাইট এ উপলব্ধ এছাড়াও  বিভিন্ন ব্যক্তি ও পেশাদার বিশ্লেষকদের নিজস্ব মতামত সম্বলিত অংশ এই ওয়েবপোর্টালকে অন্যদের থেকে আলাদা করে তুলেছে | আন্তর্জাতিক মার্কেট মঞ্চের উপযুক্ত ইংলিশ ছাড়াও আমাদের জাতীয় ভাষা  হিন্দি ও প্রাদেশিক ভাষা গুজরাতি তে সকল খবরের প্রচার ও তথ্য সম্বলিত ভান্ডার এবং  সর্বোপরি হিন্দি টিভি চ্যানেল (CNBC আওয়াজ ) ও গুজরাতি টিভি চ্যানেল (CNBC বাজার ) এই ফিনান্সিয়াল পোর্টালের সাফল্যের পেছনে অন্যতম কারণ |

Capture7

moneycontraol 2 moneycontraol 3 moneycontraol 4

www.chartink.com :

বিনামূল্যে E.O.D (এণ্ড অফ দা ডে ) ও পনেরো মিনিটের ব্যবধানে আপডেট হওয়া ভারতীয় শেয়ার মার্কেটের (ক্যাশ সেগমেন্ট) এর বিচারের জন্য নির্মিত চার্ট ওয়েবপোর্টাল www.chartink.com একজন শিক্ষানবীশকে তার চার্টিং সম্পর্কিত প্রাথমিক ধারণা ও অনুশীলন করার ক্ষেত্রে অন্যান্য ফ্রি ওয়েবসাইট অপেক্ষা অনেকটাই অন্যদের থেকে এগিয়ে থাকতে সাহায্য করবে |

chartink 1

উপরের দুটি সাইটগুলির একটি বাস্তব এক্সপোজার পেতে নীচের ভিডিওটি আপনি দেখতে পারেন:

www.netdania.com , www.traderscockpit.com এবং www.tradingview.com পুঙ্খানুপুঙ্খ তথ্য বিশ্লেষণের ক্ষেত্রে একজন শিক্ষানবিশ থেকে পেশাদার সবার জন্যই উপযুক্ত ওয়েবপোর্টাল | দেশীয় ও আন্তর্জাতিক প্রেক্ষাপটকে মাথায় রেখে নির্মিত ও গুরুত্বপূর্ণ প্রকৃত তথ্যের ভান্ডার হিসাবে আজ সর্বজনের কাছে গ্রহণীয়  | বিশেষত উন্নত উচ্চ পর্যায়ের টেকনিকাল বিশ্লেষণাত্বক তথ্য আহরণ , বিশ্লেষণ ও গণনার ক্ষেত্রে এদের জুড়ি মেলা ভার | ভারতীয় স্টক মার্কেটকে মাথায় রেখে নির্মিত www.tradingview.com  এর ভারতীয় সংস্করণ in.tradingview.com পুঙ্খানুঙ্খ ও বিস্তারিত ভাবে ভারতীয় স্টক মার্কেট বিশ্লেষণের( ক্যাশ / ফিউচার্স / অপশন / ফরেক্স ) ক্ষেত্রে আদর্শ মঞ্চ হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করেছে |

netdania 1

Capture8

    Capture9

    Capture10

Capture11

Google Finance :

আমাদের সকলকে কাছেই গুগল (Google) একটি পরিচিত নাম | পৃথিবীখ্যাত সার্চ ইঞ্জিন হিসাবে প্রতিষ্ঠিত এই বিশেষ তথ্য ভান্ডারের একই বিশেষ অনুভাগ গুগল ফিনান্স : www.google.com/finance  . আন্তর্জাতিক তথা ভারতের ফিন্যাসে মার্কেট সম্বলিত সকল তথ্যের ভান্ডার | অন্য সকল ফিনান্স ওয়েবপোর্টালের মতো এর থেকেও একজন ব্যক্তি তার প্রয়োজন মতো তথ্য আহরণ করতে পারেন | সার্চ করা ইনডেক্স / স্টক  ও তার সম্পর্কিত অন্যান্য উপাদান ও উপকরণের সহজ বিশ্লেষণাত্বক উপস্থাপন গুগল ফিনান্স করেন থাকে |

google finance  google finance 1

উপরের দুটি সাইটের প্রাকটিক্যাল ব্যবহার জানতে, আপনি নীচের ভিডিওটি দেখতে পারেন

আমার বিশ্বাস শেয়ার / স্টক মার্কেটে পেশাদার টেকনিকাল বিশ্লেষক , বিনিয়োগকারীদের মতো পদ্ধতি অনুসরণ করে শিক্ষানবিশি শুরু করা ও তৎসংক্রান্ত যাবতীয় কাজ করে নিজের ট্রেডিং , বিনিয়োগ ও বিশ্লেষণকে ক্ষুরধার করার জন্য ওপরে উল্লিখিত ও আলোচ্য ওয়েবপোর্টাল ও অ্যাপ আপনাদের বিশেষ উপযোগী হবে |
বাংলায় স্টক মার্কেট সম্পর্কে জানতে:ফিনান্সিয়াল মার্কেট-এর সাথে প্রাথমিক পরিচয় কোর্স  এ নাম নথিভুক্ত করুন|

স্টক মার্কেটের সাথে পরিচিত হওয়ার সাথে আমাদের অন্যতম আকর্ষণীয় বিনিয়োগ উপাদান মিউচুয়াল ফান্ড সম্পর্কেও জ্ঞান থাকা প্রয়োজন  : মিউচুয়াল ফান্ড সম্পর্কে বিশদ ভাবে জানুন |

পাঠকদের এই ব্লগ সংক্রান্ত তাদের অভিমত, বিশ্লেষণ ব্যাখ্যা ও কোনো জিজ্ঞাস্য থাকলে নিচের কমেন্ট বক্স ব্যবহারের অনুরোধ করা হচ্ছে |

ধন্যবাদ ||


  • 40
    Shares

Disclaimer

Elearnmarkets.com wants to remind you that all our content is created solely for the purpose of education. No strategy, stock, commodity, fund or any other security discussed here is any way a recommendation for trading or investing. Elearnmarkets.com will not be any way responsible for trading losses incurred by any individual or entity for trading with real money. Please take advise of certified financial advisers before trading or investing.

2 comments

Please leave a comment

*